কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কর্মকান্ডই পরিচালিত হয় কৃষি অঞ্চলের মাধ্যমে। যশোর অঞ্চলের কুষ্টিয়া জেলার সকল উপজেলার মধ্যে খোকসা উপজেলা রকমারী কৃষির জন্য যেমন খাদ্যে উদ্বৃত্ত তেমনি কৃষির আধুনিক গবেষণা লব্ধ প্রযুক্তি মাঠে সফল প্রয়োগের মাধ্যমে কুষ্টিয়া জেলার খাদ্য ভান্ডারে পরিণত হয়েছে। 0৯ টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে খোকসা উপজেলা গঠিত। এ উপজেলায় নীট ফসলী জমি ৮৪৪১ হেক্টর। এর মধ্যে এক ফসলী-1,777 হে:, দুই ফসল-115 হে:, তিন ফসলী-8,675 হে: এবং তিন ফসলের অধিক-157 হেক্টর। এতে ফসলের নিবিড়তা 267%। উক্ত ফসলী জমি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের খাদ্যের মৌলিক চাহিদা ফসল উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে। যা বিগত তিন বছরে (2020-21, 2021-22 ও 2022-23) মোট 1,33,748 মে:টন খাদ্য উৎপাদন হয়েছে। যার মধ্যে চাউল-1,01,243 মে:টন, গম-19,690 মে:টন এবং ভুট্টা- 12,815 মে:টন খাদ্য উৎপাদন হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস