গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
খোকসা, কুষ্টিয়া।
http://dae.khoksa.kushtia.gov.bd
সিটিজেন চার্টার
১. ভিশন ও মিশনঃ
১.১) ভিশনঃ ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।
১.২) মিশনঃ টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রিকৃত, এলাকা নির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।
২. সেবা প্রদান প্রতিশ্রুতিঃ
২.১) নাগরিক সেবাসমুহঃ
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধিবিধান |
সেবা প্রদানের সময়সীমা |
দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
১ |
কৃষি বিষয়ক পরামর্শ প্রদান |
চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল, ই-মেইল) সাপেক্ষেপরামর্শ প্রদান |
বিনামূল্যে |
- |
৭ কার্যদিবস
|
ইউএও/এএও/এইও/এএইও/ এসএপিপিও/এসএএও |
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া।। |
২ |
উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান |
আবেদন প্রাপ্তি, উপজেলা কমিটির অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন, আদেশ জারি ও হস্তান্তর |
৫০% সরকার কর্তৃক উন্নয়ন সহায়তা এবং ৫০% কৃষক কর্তৃক নগদ পরিষদ |
_ |
৪৫ কার্যদিবস |
ইউএও |
ঐ |
৩ |
বালাইনাশকের পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান |
বালাইনাশকের পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান |
অবেদন প্রাপ্তি, পরিদর্শক কর্তৃক মূল্যায়ন ও সুপারিশ এবং লাইসেন্স প্রদান |
১০০০/- টাকা ট্রেজারী চালানের মাধ্যমে |
পেস্টিসাইড অর্ডিনেন্স ১৯৭১, পেস্টিসাইড রুলস ১৯৮৫ এবং পেস্টিসাইড এমেন্ডমেন্ট ২০১০ |
৩০ কার্যদিবস |
অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া। |
৪ |
বালাইনাশকের খুচরা বিক্রেতার লাইসেন্স প্রদান |
অবেদন প্রাপ্তি, পরিদর্শক কর্তৃক মূল্যায়ন ও সুপারিশ এবং লাইসেন্স প্রদান |
৩০০/- টাকা ট্রেজারী চালানের মাধ্যমে |
পেস্টিসাইড অর্ডিনেন্স ১৯৭১, পেস্টিসাইড রুলস ১৯৮৫ এবং পেস্টিসাইড এমেন্ডমেন্ট ২০১০ |
৩০ কার্যদিবস |
অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া। |
ঐ |
৫ |
বসতবাড়ির আঙ্গিনায়/ ছাদে বাগান স্থাপনে সহযোগিতা প্রদান |
চাহিদা প্রাপ্তি সাপেক্ষে (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল, ই-মেইল) সাপেক্ষেপরামর্শ প্রদান |
বিনামূল্যে |
_ |
৭ কার্যদিবস |
ইউএও/এএও/এইও/এএইও/ এসএপিপিও/এসএএও |
ঐ |
৬ |
উদ্যান ফসল চাষে পরামর্শ ও নার্সারী স্থাপনে সহায়তা প্রদান |
চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল, ই-মেইল) পরিদর্শন ও কারিগরি সহায়তা প্রদান |
বিনামূল্যে |
_ |
৭ কার্যদিবস |
ইউএও/এএও/এইও/এএইও/ এসএপিপিও/এসএএও |
ঐ |
৭ |
নার্সারী ব্যবসায়ীদের/চারা উৎপাদক ও বিক্রেতা সার্টিফিকেট প্রদান |
অবেদন প্রাপ্তি, সরেজমিনে পরিদর্শন ও সুপারিশ জেলা অফিসে প্রেরণ এবং সার্টিফিকেট প্রদান |
৫০০/- টাকা ট্রেজারী চালানের মাধ্যমে |
নার্সারি গাইডলাইন ২০০৮ |
৩০ কার্যদিবস |
ইউএও/এইও |
ঐ |
৮ |
প্রশিক্ষণ প্রদান |
চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল, ই-মেইল) প্রশিক্ষণ প্রদান |
বিনামূল্যে |
_ |
৩০ কার্যদিবস |
ইউএও/এইও |
ঐ |
৯ |
বিসিআইসি সার ডিলার নিয়োগ |
নির্দিষ্ট ইউনিয়নের ডিলার না থাকা সাপেক্ষে আবেদন প্রাপ্ত কমিটি কর্তৃক যাচাই বাছাই এবং চূড়ান্ত নিয়োগ |
২,০০,০০০/- টাকা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে |
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০০৯ |
৪৫ কার্যদিবস |
জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, কুষ্টিয়া। |
জেলা প্রশাসক কুষ্টিয়া। |
১০ |
খুচরা সার বিক্রেতা নিয়োগ |
নির্দিষ্ট ওয়ার্ডের খুচরা বিক্রেতা না থাকা সাপেক্ষে প্রাপ্তআবেদন কমিটি কর্তৃক যাচাই বাছাই এবং চূড়ান্ত নিয়োগ |
৩০,০০০/- টাকা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে |
ঐ |
৩০ কার্যদিবস |
ইউএও |
ঐ |
ইউএও: উপজেলা কৃষি অফিসার, এএও: অতিরিক্ত কৃষি অফিসার, এইও: কৃষি সম্প্রসারণ অফিসার, এএইও: সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, এএপিপিও: উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, এএএও: উপ সহকারী কৃষি অফিসার,
আপনার কাছে আমাদের প্রত্যাশা
প্রতিশ্রুতি/তড়িৎসেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়ঃ
১. নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পুরণকৃত আবেদন জমা দান (প্রযোজ্য ক্ষেত্রে)
২.সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফি পরিশোধ করা (প্রযোজ্য ক্ষেত্রে)
৩.সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস