Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

খোকসা একটি কৃষি নির্ভর উপজেলা। এই উপজেলার ফসলের তীব্রতা প্রায় 245%। মোট 8343 হেক্টর এলাকা বৈচিত্র্যময় ফসল উৎপাদনের জন্য উপযুক্ত। AEZ-11-এর অন্তর্ভুক্ত হওয়ার ফলে, এই এলাকাটি গঙ্গার ধোয়া পলি দ্বারা গঠিত। মাটির pH 7.1-7.6। নিবিড় চাষের কারণে মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুবই কম। জনসংখ্যা বৃদ্ধির কারণে চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে। কৃষি উৎপাদন বাড়াতে হলে উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি উপযুক্ত প্রযুক্তি প্রয়োজন। কারণ প্রযুক্তির প্রসার ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব নয়। খোকসার মোট এলাকা তেল ফসল উৎপাদনের উপযোগী। প্রায় 681 হেক্টর জমি তেল বীজ ফসল দ্বারা আচ্ছাদিত। সাম্প্রতিক বছরগুলিতে
কৃষকদের তেল ফসলের উৎপাদন বৃদ্ধির প্রবণতা রয়েছে।